Latest Posts

ই-কমার্স মার্কেটপ্লেসঃ সিংগেল ভেন্ডর ও মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের পার্থক্য

ই-কমার্স মার্কেটপ্লেসঃ সিংগেল ভেন্ডর ও মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের পার্থক্যঃ লেখকঃ নাজিম উদ্দিন শেখ  আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। ইন্টারনেটের অবদানে পৃথিবী...

ইভ্যালি : জন্ম, উত্থান ও বিজনেস মডেল পর্যালোচনা !

ইভ্যালি : জন্ম, উত্থান ও বিজনেস মডেল পর্যালোচনা  লেখকঃ নাজিম উদ্দিন শেখ  'ইভ্যালি' – বাংলাদেশের সবচেয়ে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম। ২০১৯ সালে বাংলাদেশের ই কমার্স গুলোর শেয়ার...

ঘরে বসে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়ার উপায় ও করণীয়

ঘরে বসে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়ার উপায় ও করণীয় লেখকঃ নাজিম উদ্দিন শেখ  মাস্টার কার্ড ও ভিসা কার্ড হয়তো আমরা সবাই চিনি। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে...

শিশুদের জন্য সেরা ১০ টি অ্যাপ।

শিশুদের জন্য সেরা ১০ টি অ্যাপ। আধুনিক যুগ তথ্যপ্রযুক্তি নির্ভর যুগ। এই আধুনিক যুগে প্রযুক্তি যেন আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে প্রতিটি ক্ষেত্রে । তাই বর্তমান...

ডোমেইন কি? ডোমেইন নেইমের গুরুত্ব কি ?

ডোমেইন কি? ডোমেইন নেইমের গুরুত্ব কি ?

 

আপনার একটি ওয়েবসাইট লাগবে। আর অমনি আপনি ওয়েবসাইট তৈরির কাজ শুরু করে দিলেন। এমনটা কিন্তু কখনোই সম্ভব না। ওয়েবসাইট তৈরি করার আগে প্রয়োজনীয় বিষাদি সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। যদি তা সম্ভব না হয় তবে অন্তত আবশ্যক বিষয়গুলি সম্পর্কে জেনে নিতে হবে। ঠিক তেমন একটি বিষয় হলো ডোমেইন। এটি ছাড়া একটি ওয়েবসাইট কখনোই পরিপূর্ণতা লাভ করতে পারে না। সুতরাং বুঝতেই পারছেন একটি ওয়েবসাইটের ক্ষেত্রে এই ডোমেইন নেইমের গুরুত্ব কতটুকু? কিন্তু দূর্ভাগ্যবশত এটাই সত্যি যে অনেকেই এই ডোমেইন নেইম সম্পর্কে একেবারেই অজ্ঞ। আবার কেউ কেউ টুকটাক জানলেও পুরোটা জানে না। তাই চলুন আজকে এই ডোমেইন নেইম সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিই।

ডোমেইন কি?

ডোমেইন একটি ইংরেজি শব্দ হলেও বাংলায় এটি স্থানে নামে অধিক পরিচিত। ধরুন আপনি একটি অফলাইনে দোকান খুলতে চাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে সেই দোকানটি তৈরি করার জন্য বা স্থাপন করার জন্য একটি স্থানের প্রয়োজন পড়বে। ইন্টারনেটের ভাষায় একটি ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় এই স্থানকেই ডোমেইন বলা হয়। আপনার অফলাইন অফিসে প্রবেশ করতে হলে যেমন গ্রাহককে অবশ্যই সেই ঠিকানা জানতে হবে তেমনই আপনার ওয়েবসাইট ভিজিট করতে চাইলেও গ্রাহককে আপনার ওয়েবসাইটের ঠিকানা সম্পর্কে জানতে হবে। ডোমেইন মূলত সেই ঠিকানা। সহজভাবে বলতে গেলে ডোমেইন হলো আপনার নিজস্ব ওয়েবসাইটটির অফিশিয়াল নাম। যার মাধ্যমে গ্রাহকেরা আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে এবং তা ব্যবহার করবে। আপনার ওয়েবসাইটকে আইডেন্টিফায় করাই হলো এই ডোমেইনের মূল কাজ। বর্তমানে অনেকেই আবার এটিকে ডোমেইন নেইম হিসেবেও চিনে। যে যা নামেই চিনুক, আসল কথা হচ্ছে এর প্রয়োজনীয়তা কখনোই অস্বীকার করা যাবে না। একটি মানসম্মত ডোমেইন নেইম ছাড়া আপনার ওয়েবসাইট পুরোটাই অচল। 

ডোমেইন কত প্রকার?

বর্তমানে বিভিন্ন প্রকারের ডোমেইনের চল রয়েছে৷ এসব ডোমেইনকে মূলত তাদের কোয়ালিটির উপরই ভাগ করা হয়। যে ডোমেইনের কোয়ালিটি যত ভালো সফলতা লাভে সেটি তত বেশি ভুমিকা রাখে। চলুন কিছু ডোমেইন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।

 

  • TLD Domain:-  সবচেয়ে বেশি কোয়ালিটিফুল এই TLD Domain এর পূর্নরূপ হলো Top level Domain। নাম দেখেই বুঝতে পারছেন এটি ঠিক কতটা মানসম্মত ডোমেইন। এই ধরণের ডোমেইনের সাথে অনেকে পরিচিত হলেও ঠিক কোন ডোমেইন কোন ক্যাটাগরিতে পড়ে তা অনেকেই জানেন না। অবশ্য এটা ঠিক যে একটু ধরিয়ে দিলেই এসব ডোমেইন চিনে ফেলা যাবে। TLD ডোমেইনের কিছু সেরা উদাহরণ হলো .com, .org, .edu, .gov, .info, .net ইত্যাদি। অনেকেই হয়তো এই ধরণের ডোমেইন দেখেছেন। .com এবং  .org ডোমেইন সাধারণত বিভিন্ন সার্ভিস বা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। আবার .edu মূলত ব্যবহৃত হয় শিক্ষা সম্পর্কিত ওয়েবসাইটের ক্ষেত্রে। বাকিগুলি যথাক্রমে বিভিন্ন সরকারি কাজের উদ্দেশ্য খোলা ওয়েবসাইটে, তথ্য প্রচার সম্পর্কিত ওয়েবসাইটে এবং বিভিন্ন নেটওয়ার্কিং সাইটে ব্যবহার করা হয়।

 

 

  • CcTLD Domain:- CcTLD ডোমেইন বর্তমানে বেশ জনপ্রিয় একটি ডোমেইন ক্যাটাগরি। বহুল ব্যবহৃত এই ডোমেইনটির নামের পূর্ণরূপ হলো Country Code Top Lavel Domain। দেশ অনুযায়ী এই ডোমেইনের ভিন্নতা রয়েছে। অর্থ্যাৎ অনেকসময় ভিন্ন দেশের ওয়েবসাইটের ভিন্ন ডোমেইনের জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করা হয়। এই জাতীয় ডোমেইনের কাতারে সাধারণত .bd, .uk, .us ইত্যাদি পড়ে। অর্থ্যাৎ সহজ কথায় ডোমেইন নেইমে ডটের পরে কোনো দেশের নাম বসলে ধরে নিতে হবে সেটি CcTLD এর উদাহরণ। নিজস্ব দেশ নিয়ে কাজ করা বিভিন্ন ওয়েবসাইটের জন্য CcTLD ডোমেইনের প্রয়োজনীয়তাকে কখনোই অস্বীকার করা যাবে না। এটিও ডোমেইন নেইমের জগতে জনপ্রিয়তার শীর্ষে বিরচণ করছে।

 

 

  • gTLD Domain:- নাম শুনে মনে হচ্ছে সরকারি কাজে ব্যবহৃত ওয়েবসাইটের জন্য বরাদ্দ করা ডোমেইন নেইমের উদাহরণ। তাই তো? কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো। এই ধরণের বা এই ক্যাটাগরিতে পড়া ডোমেইন নেইমগুলি শুধুমাত্র সরকারি সাইটের জন্য ব্যবহৃত ডোমেইন নেইম ছাড়া বাকি সাইটে ব্যবহার করার জন্য তৈরিকৃত ডোমেইন। gTLD এর ক্যাটাগরিতে পড়া ডোমেইন নেইম বিশ্বের সকল ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এতে কোনো দেশ নিয়ে বিভেদ নেই। এই ক্যাটাগরিতে TLD ডোমেইন নেইমের কিছু কিছু ডোমেনও অন্তর্ভুক্ত। যেমন .com, .org, .edu ইত্যাদি। জেনে রাখা ভালো এই gTLD ডোমেইনের পূর্নরূপ হলো Generic Top Lavel Domain। 

 

 

  • SLD Domain:- এই ডোমেইন সম্পর্কে অনেকেই জানেন। একটি ডোমেইন নেইমের আগে কোম্পানি বা সাইটের নাম যুক্ত করা ডোমেইনকে SLD ডোমেইন বলা হয়। যার কারণে এটিকে আবার সাব ডোমেইনও বলা হয়ে থাকে। 

 

ডোমেইন কেনো প্রয়োজন? 

যারা বিভিন্ন সাইট নিয়ে কাজ করেন তারা সকলেই নিশ্চয় আইপি সম্পর্কে টুকটাক জানেন৷ একটি ওয়েবসাইটের জন্য আইপি ঠিকানাটা অবশ্যই প্রয়োজন। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন যে এই আইপি ঠিকানাসহ পুরো ওয়েবসাইটের নাম মুখস্থ করা বা মনে রাখাটা কতটা কঠিন? আপনি যদি এর পরিবর্তে ডোমেইন নেইম ব্যবহার করেন তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে যায় এবং তা মনে রাখতে কোনো সমস্যা হয় না। সুতরাং একটি ওয়েবসাইটকে সফল করার পেছনে ডোমেইন নেইমের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যাবে না।

ডোমেইন নির্বাচনের সময় কি কি প্রয়োজন? 

হুটহাট ওয়েবসাইট তৈরির কথা মাথায় এনে হুটহাট ডোমেইন নেইম কিনে ফেলা মানেই কিন্তু সফল হয়ে যাওয়া না। সবকিছু ভেবেচিন্তে, দেখেশুনে এই কাজে নামতে হবে। যেহেতু ডোমেইন নেইম বারবার পরিবর্তন করার সুযোগ নেই সেহেতু ডোমেইন নেইম নির্বাচনের সময় প্রয়োজনীয় বিষয়াদি মাথায় রাখতে হবে। আসুন সে সম্পর্কে আলোচনা করা যাক।

  • অনেক সময় অনেকেই ডোমেইনের কন্ট্রোল প্যানেলসহ না কিনে শুধু ডোমেইন কিনে ফেলে। যা নিতান্তই বোকামি। ডোমেইন কেনার ব্যাপারে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে ডোমেইন কেনার সময় যাতে পুরো ডোমেনটির কন্ট্রোল প্যানেলসহ কেনা হয়।
  • ডোমেইন নেইম কেনার আগে অবশ্যই যাচাই করতে হবে নির্বাচিত ডোমেইন নেইমটি খালি রয়েছে কিনা। কারণ একটি ডোমেইন নেইম কখনো দুইবার ব্যবহার করা যায় না বা ডুপ্লিকেট করা যায় না। অতএব এই বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে।
  • বর্তমানে ডোমেইন বিক্রির নাম করে অনেক অসাধু প্রতিষ্ঠানের মালিকেরা লোক ঠকানোর প্রতিযোগিতায় নেমেছে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি নিজেই যেনো এই ঠকে যাওয়া ব্যাক্তিদের কাতারে না পড়েন। ডোমেইন কেনার আগে সিদ্ধান্ত নিবেন যতটা সম্ভব কোনো পরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যাতে ডোমেইনটা কেনা হয়। সম্পূর্ণ অপরিচিত হলে অবশ্যই তাদের ক্লায়েন্ট রিভিউগুলি ঘাটাঘাটি করে নিবেন।
  • ডোমেইন নেইম কেনার আগে দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ফলে মাইন্ডে এ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা জন্ম নিবে। অনেকেই আছেন…যারা কম দামী ডোমেইন দেখে তা কেনার জন্য লাফালাফি শুরু করে দেন। যা অতিরিক্ত বোকামির ফসল। তারা এটা মাথায় রাখেন না যে সস্তায় তেরো অবস্থা হয়। তাই কমদামী ডোমেইনের পেছনে ছোটাছুটি করে নিজের কষ্টের ওয়েবসাইটের বারোটা বাজাবেন না। অতিরিক্ত কম বা বেশি দাম দিয়ে না কিনে উপযুক্ত দাম দিয়ে ডোমেইন কিনুন। 
  • সবসময় চেষ্টা করবেন .Com ডোমেইন কে প্রাধান্য দিতে। কারণ বর্তমানে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় ডোমেইন ক্যাটাগরি। ফলে গ্রাহক এই ধরণের ওয়েবসাইটে ভিজিট করাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আপনিও এই প্রাধান্য দেওয়াকে কাজে লাগাতে পারেন। যেহেতু এটি সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি সেহেতু আশা করি এটি কেনার পেছনে হওয়া খরচটা খুব সহজে এবং কম সময়ে তোলে ফেলতে পারবেন। একটু খেয়াল করলেই দেখবেন অনেকে .Com ডোমেইন ছাড়া অন্য কোনো ডোমেইন আছে তাও জানে না। সুতরাং বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা কতটুকু! 

শেষকথা

ওয়েবসাইট তৈরির কাজে সবার আগে যে বিষয়টি নিয়ে ভাবতে হয় সেটি হলো এই ডোমেইন সিলেক্ট করা এবং তা কাস্টমাইজ করা। আপনি যদি এটি সফলভাবে করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটিও আপনাকে সফল ব্যাক্তিতে পরিণত করবে। তার আগে অবশ্যই আপনাকে ডোমেইন সম্পর্কে সঠিক তথ্যাবলি জেনে তারপর কাজে নামতে হবে।

 

 

Latest Posts

ই-কমার্স মার্কেটপ্লেসঃ সিংগেল ভেন্ডর ও মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের পার্থক্য

ই-কমার্স মার্কেটপ্লেসঃ সিংগেল ভেন্ডর ও মাল্টি ভেন্ডর ওয়েবসাইটের পার্থক্যঃ লেখকঃ নাজিম উদ্দিন শেখ  আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। ইন্টারনেটের অবদানে পৃথিবী...

ইভ্যালি : জন্ম, উত্থান ও বিজনেস মডেল পর্যালোচনা !

ইভ্যালি : জন্ম, উত্থান ও বিজনেস মডেল পর্যালোচনা  লেখকঃ নাজিম উদ্দিন শেখ  'ইভ্যালি' – বাংলাদেশের সবচেয়ে আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম। ২০১৯ সালে বাংলাদেশের ই কমার্স গুলোর শেয়ার...

ঘরে বসে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়ার উপায় ও করণীয়

ঘরে বসে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়ার উপায় ও করণীয় লেখকঃ নাজিম উদ্দিন শেখ  মাস্টার কার্ড ও ভিসা কার্ড হয়তো আমরা সবাই চিনি। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে...

শিশুদের জন্য সেরা ১০ টি অ্যাপ।

শিশুদের জন্য সেরা ১০ টি অ্যাপ। আধুনিক যুগ তথ্যপ্রযুক্তি নির্ভর যুগ। এই আধুনিক যুগে প্রযুক্তি যেন আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে প্রতিটি ক্ষেত্রে । তাই বর্তমান...

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.